1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

পুঁজিবাজারের জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

করোনাভাইরাস আতঙ্কের কারণে পুঁজিবাজারের ব্যাপক দর পতনের প্রেক্ষিতে জরুরী ভিত্তিতে নীতিনির্ধারকদের নিয়ে আবারও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই পতন রোধ ও বাজারে স্বাভাবিক অবস্থা ফেরাতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গতকাল ১৮ মার্চ, বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) চেয়ার‌্যান ড. এম খায়রুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান পুঁজিবাজারের বিষয়ে অনেক বেশি সংবেদনশীল। তিনি পুঁজিবাজারে বিয়য়ে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এবং বিএসইসির চেয়ারম্যানকে আরও মনোযোগি হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল যাতে কোন ফায়দা লুটতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ