ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার এম.এইচ চৌধুরী সিকিউরিটিজ বিক্রি করা হয়েছে। এই অবস্থায় হাউজটির সক্রিয় সব গ্রাহককে তাদের নগদ ও শেয়ারের দাবি করার জন্য অনুরোধ করেছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর পাওনা দাবি করতে বলা হয়েছে। যা ডিএসইর ওয়েবসাইট থেকে অভিযোগ ফরম ডাউনলোড করে এবং প্রয়োজনীয় তথ্যাদি পূরণের মাধ্যমে করতে হবে। এই dse.com.bd/complaintcell_trec_d.php লিঙ্ক থেকে অভিযোগ ফরম ডাউনলোড করা যাবে।
প্রয়োজেন ডিএসইর বিনিয়োগকারী অভিযোগ বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। টেলিফোন নম্বর-+৮৮-০২-৯৫৬৪৬০১, এক্সটেনশন-১৬৪২, ১৬৪৩ এবং ১৬৪৫, হটলাইন-+৮৮-০১৭১৩২৭৬৪১৫ এবং ইমেইল[email protected]
শেয়ারবার্তা/ সাইফুল