করোনা ভাইরাস আতঙ্কে সপ্তাহের প্রথমদিন আজও (রোববার) পুঁজিবাজারে বড় পতন হয়েছে। আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ খাতের মধ্যে ১০ খাতে শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে দরতপনে অন্যান্য খাতও পিছিয়ে ছিল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শতভাগ দরপতন হওয়া খাতগুলোর মধ্যে ছিল- ফার্মা ও রসায়ন, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, সিমেন্ট, টেলিযোগাযোগ, চামড়া, তথ্যপ্রযুক্তি, পেপার ও প্রিন্টিং এবং সেবা ও আবাসন খাত।
এছাড়া, আজ অন্যান্য খাতেও দর পতনের বড় ধাক্কা কম ছিল না। এদিন প্রকৌশল খাতে ৯৭ দশমিক ৪৪ শতাংশ, আর্থিক খাতে খাতে ৯৫ দশমিক ২৪ শতাংশ, বস্ত্র খাতে খাতে ৯৪ দশমিক ৭৪ শতাংশ, ব্যাংক খাতে খাতে ৯৩ দশমিক ৩৩ শতাংশ, ইন্সুরেন্স খাতে ৯৩ দশমিক ৬২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ডে ৯১ দশমিক ৮৯ শতাংশ এবং সিরামিক খাতে ৮০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।
এদিন সবচেয়ে কম দরপতন হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। এ খাতে আজ ৫০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে, ২৫ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ২৫ শতাংশ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।
শেয়ারবার্তা / আনিস