পুঁজিবাজারের তীব্র পতন এড়াতে আগামী ২ সপ্তাহ লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পুজিঁবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
আজ দুপুরে ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের কাছে এই দাবি জানান।
বিনিয়োগকারীরা লেনদেন বন্ধ রাখার দাবি করলেও ডিএসই বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভাবছে না। বরং চলমান মন্দাবস্থা কিভাবে কাটিয়ে উঠা যায়, তা নিয়ে চিন্তা করছেন।
উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্কে গত সপ্তাহ থেকেই পুঁজিবাজারে তীব্র দরপতন হচ্ছে। আজ রোববারও দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। তাই লেনদেন বন্ধের দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা। এদিকে পুঁজিবাজারের ধস সামলাতে আমেরিক, ভারত ও পাকিস্তানে সাময়িক লেনদেন বন্ধ করার মতো ঘটনা ঘটেছে।
শেয়ারবার্তা/ সাইফুল