সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় পুঁজিবাজারে পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১টা ২০ মিনিটে লেনদেনে অংশ নেয়া ৩১১টি কোম্পানির মধ্যে মাত্র তিনটি কোম্পানির শেয়ার দরে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।
লেনদেনে ইতিবাচক থাকা কোম্পানি ৩টি হলো-সী পার্ল হোটেল, ইন্টারন্যাশনাল লিজিং ও শ্যামপুর সুগার মিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ৪ হাজারের নিচে নেমে যায়। এ সময়ে লেনদেনে অংশ নেয়া ২৯১টি কোম্পানির মধ্যে ৩টি কোম্পানির শেয়ার দর বাড়ে, ৪টির দর অপরিবর্তিত থাকে এবং ২৮৪টি দর কমে যায়।
লেনদেন ১ ঘন্টা পর ডিএসইর প্রধান মূল্য সূচক ১৮২ পয়েন্ট কমে ৩৯৪৭ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে ৫টি কোম্পানির শেয়ার দর ইতিবাচক দেখা যায়। কোম্পানিগুলো হলো-সী পার্ল হোটেল, ইন্টারন্যাশনাল লিজিং, প্রগতি লাইফ, বিজিআইসি ও শ্যামপুর সুগার। এ সময়ে অন্তত ২৫টি কোম্পানি ক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়।
শেয়ারবার্তা / আনিস