প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি ব্যাংকগুলো যথাযথভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করছে না বলে অভিযোগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান।
শনিবার (১৪ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।
রকিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারের স্বার্থে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এরই আলোকে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের জন্য বিশেষ তহবিল গঠনের সুযোগ দিয়েছে। যা নিজস্ব অর্থায়ন বা বাংলাদেশ ব্যাংক থেকে সহজ ঋণের মাধ্যমে করা যাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত সার্কুলার জারি করলেও ব্যাংকগুলোর এখনো সেভাবে সাড়া দিচ্ছে না।
শেয়ারবার্তা / আনিস