1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে দেড় ঘণ্টায় হাওয়া ৭৬ পয়েন্ট
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পিএম

ডিএসইতে দেড় ঘণ্টায় হাওয়া ৭৬ পয়েন্ট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
DSE-- (2)

করোনা ভাইরাস আতংকে সোমবার ব্যাপক পতনের পর মঙ্গল ও বুধবার দুই কার্যদিবস বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। তবে ওই দুই কার্যদিবসেও সোমবারের ক্ষতি পূরণ হয়নি। সোমারের ক্ষতি পূরণ না হতেই বৃহস্পতিবার আবার বড় পতনে চলছে পুঁজিবাজারের লেনদেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেনের শুরুর প্রথম মিনিট ডিএসইতে সূচক বেড়েছে। তবে দ্বিতীয় মিনিট থেকে সূচক পতনে রয়েছে। লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ দুপুর ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমেছে। একই সময়ে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১৪ পয়েন্ট কমেছে।

দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৭০ কোটি টাকার। আর এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ২৭১টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

দেড় ঘণ্টায় অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৩ পয়েন্ট কমেছে। দুপুর ১২টা পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া ১৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৬টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর। দেড় ঘণ্টায় সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ