1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে বিনিয়োগে ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ফোন
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পিএম

পুঁজিবাজারে বিনিয়োগে ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ফোন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
bb-

পুঁজিবাজারের বিপর্যয় ঠেকাতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে বিনিয়োগে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গভর্নর ফজলে কবিরও এ বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, করোনো আতঙ্কে সোমবার শেয়ারবাজারে বড় বিপর্যয়ের প্রেক্ষিতে মঙ্গলবার জোরালো পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার প্রধান পুঁজিবাজার ডিএসইতে ৯৯ শতাংশেরও বেশি শেয়ারের দরপতন হয়েছিল। এতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭৯ পয়েন্ট হারিয়েছিল। যা ছিল একদিনের দরপতনে দেশের পুঁজিবাজারের ইতিহাসে ১১তম সর্বোচ্চ দরপতন।

গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের জন্য একটি সার্কুলার জারি করেছিল। ওই সার্কুলার অনুযায়ী ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতিমধ্যে ২০০ কোটি টাকা করে তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। ব্যাংক দুইটিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা অপেক্ষা না করেই বিনিয়োগ শুরু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি সপ্তাহের মধ্যে যাতে অন্তত আরো ৪-৫টি ব্যাংক বিনিয়োগ শুরু করে সে বিষয়ে ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে আরও ৪-৫টি ব্যাংক যাতে বিনিয়োগে আসে, তার ব্যাবস্থা নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্যাংকগুরো যাতে স্ব স্ব পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে দ্রুত পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করে সে বিষয়ে ব্যাংকগুলোকে বলা হয়েছে। পর্ষদের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকে এসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করার আপাতত দরকার নেই।

সূত্র জানায়, তহবিল গঠণে আগ্রহ দেখিয়েছে, এমন বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এনসিসি, ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংককে আগামী ১৯ মার্চের মধ্যে পর্ষদ সভায় তহবিল গঠনের অনুমোদন নিয়ে বিনিয়োগ শুরু করতে বলা হয়েছে।

একইভাবে আগামী সপ্তাহের মধ্যে ইসলামী, ন্যাশনাল ও এনআরবি ব্যাংককে পর্ষদের অনুমতি সাপেক্ষে বিশেষ তহবিলের আওতায় শেয়ারবাজারে বিনিয়োগ শুরুর আহ্বান জানানো হয়েছে।

শেয়ারর্বার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ