1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আবার বড় পতন পুঁজিবাজারে
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:০০ এএম

আবার বড় পতন পুঁজিবাজারে

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২০

কোনো উদ্যোগই কাজে আসছে না পুঁজিবাজারে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং প্রধানমন্ত্রীর উদ্যোগের পর কয়েকদিন উত্থান হলেও তা ধরে রাখতে পারছে না পুঁজিবাজার। রবিবার (০১ মার্চ) আবার বড় পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আজকের পতন নিয়ে টানা ৭ কার্যদিবস পতন হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ প্রধান পুঁজিরবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ৪১০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬, ডিএসই-৩০ সূচক ১৮ এবং সিডিএসইটি সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৯, ১৪৭৫ ও ৮৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১০৫ কোটি ২৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬১ কোটি ৪১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির বা ১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৮৯টির বা ৮১ শতাংশের এবং ২০টি বা ৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ১৩ লাখ টাকর ফার কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া ডিএসইতে টপটেন লেনদেন থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মার এবং সেন্ট্রাল ফার্মা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ