সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২৫ ফেব্রুয়ারি) উভয় পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। তবে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে এ নিয়ে টানা চার কার্যদিবস সূচকের পতন হলো পুঁজিবাজারে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৯ ও ১৫৫০ পয়েন্টে।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬০০ কোটি টাকা।
ডিএসইতে এদিন ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ১১৯টির, এবং ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান হলো- ব্র্যাক ব্যাংক, ভিএফএস ডায়িং, ইন্দো-বাংলা, গ্রামীণ ফোন, অরিয়ন ইনফিউশন, ফরচুন সু, সায়হাম কটন, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও অরিয়ন ফার্মা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
এদিন সিএসইতে ২১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি টাকার।
শেয়ারবার্তা / আনিস