পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫’শ কোটি টাকার তৃতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৭ বছর মেয়াদী এই বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে-আনসিকিউরড এবং নন-কনভার্টেবল। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করবে ব্যাংকটি।
ডাচ-বাংলা ব্যাংক টায়ার-২ ব্যাংক কাঠামোর শর্তপূরণে ব্যাসেল-৩ এর অধীনে এই বন্ড ইস্যু করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশে ব্যাংকের অনুমোদনের পর এই বন্ড ইস্যু করবে ডাচ-বাংলা ব্যাংক।
শেয়ারবার্তা/সাইফুল