পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি) ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানি দুটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
বিএটিবিসি: সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৭৩ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৩৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৩ টাকা ৩৩ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৭০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিএটিবিসি। এর মধ্যে ৫০০ শতাংশ নগদ ও বাকি ২০০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬৬ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩০ টাকা ৫০ পয়সা। ৩১ ডিসেম্বর এনএভিপিএস দাঁড়ায় ৪৯২ টাকা ১৫ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিএটিবিসির শেয়ারের সর্বশেষ দর ছিল ১ হাজার ৭৮ টাকা। সমাপনী দর ছিল ১ হাজার ৭৭ টাকা।
প্রাইম ইন্স্যুরেন্স: সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৩২ পয়সা।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। আলোচ্য বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৮৮ পয়সা।
ডিএসইতে বৃহস্পতিবার প্রাইম ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। সমাপনী দর ছিল ২৫ টাকা ৯০ পয়সা।
শেয়ারবার্তা / আনিস