ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, আফতাব অটোস, ব্রাক ব্যাংক, এসিআই, এস.আলম কোল্ড রোল্ড স্টিল ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, রোববার কোম্পানিটি সর্বশেষ ৭৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৬৭ বারে ১১ লাখ ৭৫ হাজার ২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮০ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশনস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১০৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫৭ বারে ২ লাখ ১১ হাজার ৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৮ লাখ টাকা।
শেয়ারবার্তা/ সাইফুল