পুঁজিবাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিশেষ তহবিল গঠনের খবরে বিদায়ী সপ্তাহজুড়ে পুঁজিবাজার উত্থান প্রবণতায় ছিল। আলোচ্য সপ্তাহে ১৯ খাতের মধ্যে মিউচ্যুায়াল ফান্ড ছাড়া ১৮ খাতেরই বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে তিন খাতের শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। খাত তিনটি হলো-সেবা ও আবাসন, কাগজ ও প্রকাশনা এবং টেলিযোগাযোগ খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত ৪ কোম্পানি, কাগজ ও প্রকাশনা খাতে ৩ কোম্পানি এবং টেলিযোগাযোগ খাতের ২ কোম্পানির সবগুলোরই শেয়ারদর বেড়েছে।
সেবা ও আবাসন খাতে কোম্পানিগুলো হলো-ইস্টার্ন হাউজিং, সাইফ পাওয়ারটেক, সমরিতা হাসপাতাল ও সার্পোট; কাগজ ও প্রকাশনা খাতে কোম্পানিগুলো হলো-বসুন্ধরা পেপার, হাক্কানী পাল্প ও খুলনা প্রিন্টিং এবং টেলিযোগাযোগ খাতে কোম্পানিগুলো হলো-গ্রামীণফোন ও বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেড।
অন্যন্য খাতের মধ্যে বস্ত্রখাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩৯টির শেয়ারদর বেড়েছে, ৯টির কমেছে এবং ৮টির দর অপরিবর্তিত ছিল।
বীমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে ৩৭টির শেয়ারদর বেড়েছে, ৭টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল।
ব্যাংক খাতে ৩০টি কোম্পানির মধ্যে ২৫টির শেয়ারদর বেড়েছে, ৩টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল।
ফার্মা ও রসায়ন খাতের ৩২টি কোম্পানির মধ্যে ২১টির শেয়ারদর বেড়েছে এবং ১১টির কমেছে।
লিজিং খাতের ২২টি কোম্পানির মধ্যে ১৯টির শেয়ারদর বেড়েছে, ২টির কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৯টি কোম্পানির মধ্যে ১৮টির শেয়ারদর বেড়েছে এবং ১টির কমেছে।
শেয়ারবার্তা / আনিস