ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৯ দশমিক ৯০ শতাংশ, হাক্কানী পাল্প ৯ দশমিক ৮৯ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৮০ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৫২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৯ দশমিক ২৬ শতাংশ ও প্রাইম ব্যাংক ফাস্ট এমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। ফান্ডটি ২৪৯ বারে ১০ লাখ ৫৮ হাজার ৭৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯২৮ বারে ১৭ লাখ ৯৫ হাজার ৩৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১৭২ বারে ৮৭ হাজার ৫৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
শেয়ারবার্তা/ সাইফুল