সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হলেও তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে নয় খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে টেলিযোগাযোগ খাত, বীমা খাত, প্রকৌশল খাত, আনুষঙ্গিক ও খাদ্য খাত, নন-ব্যাংকিং আর্থিক খাত, পাট খাত, সিরামিক খাত, আবাসন ও সেবা খাত এবং বিবিধ খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ সবচেয়ে বেশি দরপতন হয়েছে টেলিযোগাযো খাতের শেয়ারে। এখাতে তালিকাভুক্ত ২টি কোম্পানিরই শেয়ার দরে পতন হয়েছে। কোম্পানিগুলো হলো-গ্রামীণফোন ও সাবমেরিন কেবল লিমিটিড।
দরপতনে এর পরের অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ খাতে তালিকাভুক্ত ১৭টি কোম্পানির মধ্যে ১১টি কোম্পানির শেয়ারদর কমেছে। দর কমেছে ৭০.৫৯ শতাংশ কোম্পানির। কোম্পানিগুলোর মধ্যে বেশি দর কমেছে বঙ্গজ, এপেক্স ফুড, জেমিনি সী ফুড ও শ্যামপুর সুগারের।
দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বীমা খাত। এখাতে তালিকাভুক্ত ৪৭টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানির শেয়ারদর কমেছে। দর কমেছে ৬৫.৯৬ শতাংশ কোম্পানির। কোম্পানিগুলোর মধ্যে বেশি দর কমেছে প্রগতি, পপুলার লাইফ, বিজিআইসি, সিটি জেনারেল, বিএনআইসিএল, মার্কেন্টাইল ও ন্যাশনাল লাইফের।
দরপতনে চতুর্থ স্থানে থাকা পাট খাতে কোম্পানির শেয়ারদর কমেছ ৬০ শতাংশের। এখাতে ৩টি কোম্পানি মধ্যে নর্দার্ন জুট ও জুট স্পিনার্সের দর কমেছে। তবে সোনালী আঁশের দর বেড়েছে।
দরপতন তালিকায় পঞ্চম স্থানে থাকা সিরামিক খাতে দর কমেছে ৬০ শতাংশ কোম্পানির এখাতে তালিকাভুক্ত ৫টি কোম্পানির মধ্যে ৩ কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বেশি দর কমেছে স্ট্যান্ডার্ড সিরামিক ও শাইনপুকুর সিরামিকের। এছাড়া, দর কমেছে মুন্নু সিরামিকের। তবে দর অপরিবর্তিত রয়েছে ফুওয়াং সিরামিকের।
নন-ব্যাংকিং আর্থিক খাতে ৫৪ শতাংশের বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। এখাতে তালিকাভুক্ত ২০টি কোম্পানির মধ্যে ১১ কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বেশি দর কমেছে ইউনিয়ন ক্যাপিটেল, ন্যাশনাল হাউজিং ও ফাস্ট ফিন্যান্সের।
৫২.৬৩ শতাংশ দরপতন নিয়ে সপ্তম স্থানে রয়েছে প্রকৌশল খাত। এখাতে তালিকাভুক্ত ৩৯টি কোম্পানির মধ্যে ২০ কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বেশি দর কমেছে বিডি অটোকারস, বিডি ল্যাম্প, কেএন্ডকিউ, মুন্নু স্ট্যাফলার্স, ন্যাশনাল টি্উবস ও সিঙ্গার বিডির।
এছাড়া, আবাসন ও সেবা খাত এবং বিবিধ খাতে ৫০ শতাংশের বেশি কোম্পানির শেয়ারদর কমেছে।
দিনের প্রথমভাগে এ নয় খাতে কোম্পানিগুলোর শেয়ারদর ঊর্ধ্বমুখী থাকলেও দিনের শেষভাগে পতন প্রবণতায় নেমে আসে। অনেক চেষ্টার পরও কোম্পানিগুলোর পতন প্রবণতা রোধ করা যায়নি।
শেয়ারবার্তা / মিলন