পুঁজিবাজারের জন্য বিশেষ তহবিল গঠনের খবরে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ৮৬ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কিন্তু বড় উত্থানের দিনেও মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ার দরে আজ পতন প্রবণতা ছিল। পতনের বাজারেও কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে। আর আজ বড় উত্থানের বাজারেও শেয়ার দরে পতন প্রবণতা অব্যাহত থাকায় কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা হতাশ হয়েছে। সেল প্রেসারের কারণে কোম্পানিগুলোর শেয়ার দর ইতিবাচক প্রবণতায় ফিরতে পারেনি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার যখন বড় পতনে থাকে, তখনও কোম্পানির শেয়ার দরে বড় উত্থান কিংবা পতন ধারায় সামঞ্জস্যতা থাকে না। আবার বাজার যখন বড় উত্থানে থাকে, তখনও কোম্পানির শেয়ার দরে সামঞ্জস্যতা থাকে না। তখনও বাজারে অস্থিরতা বিরাজ করে। এতে বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কিছু নেই। কোম্পানিগুলোর শেয়ার ঠিকই স্বাভাবিক ধারায় ফিরে আসবে।
বড় উত্থানের দিনে আজ যেসব মৌলভিত্তির কোম্পানির শেয়ার পতন প্রবণতায় ছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যাংক খাতের মিউচ্যুয়াল টাস্ট্র ব্যাংক ও আল-আরাফা ব্যাংক; ফার্মা ও রসায়ন খাতের ইবনে সিনা, গ্লাক্সোস্মিথ ও ম্যারিকো; বিদ্যুৎ ও জ্বালানি খাতের পদ্মা অয়েল ও ডেসকো এবং ইন্সুরেন্স খাতের বেশ কয়েকটি কোম্পানির শেয়ার।
শেয়ারবার্তা / মিলন