পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ ফেব্রুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় মূলধন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।
উল্লেখ্য, কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৯৯ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি।
শেয়ারবার্তা/ সাইফুল