বাংলাদেশ নৌবাহিনীর প্রস্তাবনার প্রেক্ষিতে ‘বাংলাদেশ মেরিটাইম ব্যাংক’ নামে আরো একটি নতুন বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনীর কাছ থেকে আমরা একটি ব্যাংক অনুমোদনের প্রস্তাবনা পেয়েছে। প্রস্তাবিত ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের কাছে লেটার অব ইনটেন্ট (এলওআই) চেয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা জানান, ২০১৩ সালে আমরা নৌবাহিনীর কাছ থেকে ব্যাংকের প্রস্তাবনা পেয়েছিলাম। পরে দীর্ঘদিন ধরে তাদের কোনো আগ্রহ পরিলক্ষিত হয়নি। কিন্তু এখন তারা লাইসেন্স পেতে আগ্রহী।
উল্লেখ্য, ব্যাংক কোম্পানি অ্যাক্ট-১৯৯১ অনুযায়ী, নতুন বাণিজ্যিক ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০০ কোটি টাকার কম হওয়া যাবে না।
তবে মো. সিরাজুল ইসলাম জানান, নতুন ব্যাংকগুলোর জন্য পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০০ কোটি টাকা।
শেয়ারবার্তা / আনিস