বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ছিল ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। সপ্তাহেশেষে কোম্পানিটি টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৭৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ২ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ছিল ৪০ লাখ ৬৪ হাজার ২০০ টাকা।
বিনিয়োগকারীদের অনাগ্রহের দ্বিতীয় কোম্পানি ছিল সি অ্যান্ড এ টেক্সটাইল। সপ্তাহজুড়ে শেয়ারটির দর কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বমোট ২৩ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ছিল ৪ লাখ ৭৭ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে ছিল ঢাকা ডায়িং। সপ্তাহজুড়ে শেয়রটির দর কমেছে ৮ দশমিক ৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। আলোচ্য সপ্তাহে শেয়ারটির সর্বমোট ৩ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ছিল ৭৯ হাজার ৪০০ টাকা।
অনাগ্রহের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার, ফু-ওয়াং সিরামিক, ঢাকা ব্যাংখ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম, সিটি ব্যাংক ও সোনারগাঁও টেক্সটাইল।
শেয়ারবার্তা / হামিদ