1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের যাত্রা শুরু
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

পুঁজিবাজারে যুক্ত হলো আরও একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। পুঁজিবাজারের তালিকাভুক্ত
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোহম্মদ শওকত জামিল, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আরিফ কাদরী, ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, বিভিন্ন বিশিষ্ট সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দেশে পেশাদারিত্বমূলক আর্থিক ব্যবস্থাপনা সেবা’র ক্ষেত্রে শূণ্যতা পূরনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। আমি মনে করি একটি দেশের অর্থনীতির উন্নতীর অন্যতম মাধ্যম হলো পুঁজিবাজার। পুঁজিবাজার শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হয়। আমরা পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে চাই।

বিশিষ্ট ব্যাংকার মোহম্মদ শওকত জামিল বলেন, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট অন্য প্রতিষ্ঠানগুলোর মতো গতানুগতিক কাজ করবে না। ফান্ড ম্যানেজমেন্টে নতুনত্ব ও বৈচিত্র আনতে চাই। এই জন্য সবার সহযোগীতা প্রয়োজন।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আরিফ কাদরী বলেন, আমরা সিট ফান্ডিং,অর্থ বাজারে ভালো ধরণের ভূমিকা রাখতে চাই। আমাদের এই কোম্পানিটির অনুমোধিত মূলধন ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ৫ কোটি টাকা। এর ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক
উল্লেখ,
বিএসইসির সূত্র মতে, বর্তমানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে ৪৪টি। ইউসিবিসহ হবে ৪৫টি।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ