ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ টাকা বা ৮.৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: অ্যাডভেন্ট ফার্মা, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসাইন স্পিনিং, আমান কটন ফাইবার, ফু-ওয়াং ফুড ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, সোমবার কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯২২ বারে ৫৫ লাখ ৯৬ হাজার ৮৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৯.২৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭ টাকা ১০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৪৫ বারে ২৪ লাখ ৩ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।
শেয়ারবার্তা/ সাইফুল