অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, খুব শিগগিরই সরকারি সাত কোম্পানিকে পুঁজিবাজারে আনা হবে।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থমন্ত্রীর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের পুঁজিবাজারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। এখানে যারা আছে তারা বিক্ষিপ্তভাবে আছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে আসতে হবে। তবে প্রাথমিকভাবে সাত কোম্পানিকে শিগগিরই পুঁজিবাজারে আনা হবে।
তিনি আরো বলেন, সাত কোম্পানিকে দুই মাস সময় দেয়া হয়েছে। এই সময়ে তারা তাদের সম্পদের পরিমাণ যাচাই করে জানাবেন।
শেয়ারবার্তা/ সাইফুল