1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারের জন্য এখন ‘বাই-ব্যাক’ আইন জরুরী
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

পুঁজিবাজারের জন্য এখন ‘বাই-ব্যাক’ আইন জরুরী

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
rakibur rahman

সরকারের শীর্ষ পর্যায়ের পদক্ষেপের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়ালেও এক সপ্তাহের বেশি তা স্থায়ী হলো না। দ্বিতীয় সপ্তাহে সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৪ পয়েন্ট। যা আগের সপ্তাহে বেড়েছিল ৩৬৪ পয়েন্ট।

এর আগের সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা নির্দেশনার পর গত ১৯ জানুয়ারি সাত বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান হয় ডিএসইএক্স সূচকের। বাড়ে লেনদেনও। তার ধারাবাহিকতায় ১৯ থেকে ২৩ জানুয়ারি এক সপ্তাহে বাজারে তেজিভাব লক্ষ করা গেলেও পরের সপ্তাহে ২৬ থেকে ৩০ জানুয়ারি সেই চাঙাভাব আর থাকেনি।

এ প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান বলেন, ‘বাজার ঠিক হতে সময় লাগবে। তবে তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক পাঁচ বছর মেয়াদি যে ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে, তাতে আগামী দিনে বাজার পরিস্থিতি ভালো হবে। এখন পুঁজিবাজারের জন্য কোম্পানি বাই-ব্যাক আইন জরুরী। ভারতসহ বিভিন্ন দেশের শেয়ার বাজারে কোম্পানি বাই-ব্যাক আইন আছে।’

তিনি উল্লেখ করেন, কোম্পানি বাই-ব্যাক আইন থাকলে শেয়ারের মূল্য কমে গেলে কোম্পানি নিজেই শেয়ার কেনে নেবে। তিনি মনে করেন, স্কয়ারের চার পরিচালকের মতো শেয়ার কিনে নেওয়ার নজির অন্য কোম্পানিগুলোর পরিচালকদেরও দেখানো দরকার। যেসব ব্যাংকের শেয়ারের মূল্য কমে গেছে, সেই সব ব্যাংক দায়িত্ব নিয়ে বিনিয়োগ করলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে। বাজারের প্রতি ভয়টাও কেটে যাবে। তবে সবকিছুর আগে পুঁজিবাজারে সুশাসন জরুরি।

গত সপ্তাহে ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের মূল্য কমেছে। এই সময়ে ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৮টি, কমেছে ২১৮টি, অপরিবর্তিত রয়েছে ২২টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

তথ্য বলছে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের মূল্য কমেছে। এই সময়ে ডিএসইতে লেনদেন ১ দশমিক ৭৮ শতাংশ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২২৫ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৬৩৬ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ২৬৫ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৮৬৯ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪০ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার ২৩৩ টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। তবে ডিএসইর লেনদেনে সপ্তাহজুড়ে ‘জেড’ ক্যাটাগরির দাপট লক্ষ করা গেছে। লেনদেনে জেড ক্যাটাগরির দখলে ছিল ৯০ শতাংশ। শুধু তাই নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে মূল্য বাড়ার শীর্ষ তিনটি স্থানই দখল করেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। এর মধ্যে বিনিয়োগকারীদের কাছে চাহিদার শীর্ষে ছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ার।

জিল বাংলা সুগার মিলের পরেই সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল জেড ক্যাটাগরির আরেক প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের মূল্য বেড়েছে ৪২ দশমিক শূন্য ৪ শতাংশ। এর পরেই রয়েছে ইউনাইটেড এয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার মূল্য বেড়েছে ৩৫ দশমিক ৭১ শতাংশ।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ