ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ জানুয়ারি) ২ হাজার ২২৫ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ৬৩৬টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহজুড়ে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮৮ কোটি ৫৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৮.৪৭ শতাংশ। এর মাধ্যমে লাফার্জহোলসিম ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৫৭ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার টাকার এডিএন টেলিকমের এবং ৫৬ কোটি ২১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে স্কয়ার ফার্মা।
এছাড়া প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৫ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার, এসএস স্টিলের ৫০ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ৪৬ কোটি ৮৮ লাখ ৬২ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৪ কোটি ১৮৮ লাখ ৭ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪১ কোটি ৮ লাখ ৩৮ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৩৮ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার টাকার এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩৬ কোটি ৯৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল