বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে উত্থানের আভাস থাকলে শেষমেষ মন্দা হাওয়াই অব্যাহত থাকে। তবে মন্দাভাব বিরাজ করলেও শেয়ার দর বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে দুর্বল বা ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তিনটি স্থানই দখল করেছে জেড ক্যাটাগরির কোম্পানি।
এর মধ্যে বিদায়ী সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে চাহিদার শীর্ষে ছিল জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ার। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের উত্থান ঘটেছে।
শেয়ার দরে বড় ধরনের উত্থান হলেও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬৪ লাখ ৫৯ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১২ লাখ ৯১ হাজার টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৪২ দশমিক ৪১ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪১ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৯ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। বাকি অংশের মধ্যে ৩৭ দশমিক ৩৩ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার।
জিল বাংলা সুগার মিলের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল ‘জেড’ ক্যাটাগরির আরেক প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪২ দশমিক শূন্য ৪ শতাংশ। এর পরেই রয়েছে বন্ধ হয়ে যাওয়া কোম্পানি ইউনাইটেড এয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৫ দশমিক ৭১ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১৮ দশমিক শূন্য ৮ শতাংশ, নর্দার্ন জুটের ১৭ দশমিক শূন্য ৫ শতাংশ, মেট্রো স্পিনিং মিলসের ১৬ দশমিক ৯৫ শতাংশ, এমএল ডাইংয়ের ১৬ দশমিক ৮৯ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১৫ দশমিক ৮৯ শতাংশ এবং শাশা ডেনিমসের ১৪ দশমিক ৪৭ শতাংশ দাম বেড়েছে।
শেয়ারবার্তা / হামিদ