ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডায়িং। শেষ সপ্তাহে কোম্পানির সর্বচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, এম এল ডায়িং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, শাশা ডেনিমস, মালেক স্পিনিং, লাফার্জ হোলসিম ও জিবিবি পাওয়ার।
প্রাপ্ত তথ্যমতে, শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৮১ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মা। সপ্তাহে শেয়ারটি সর্বচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৩৩ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
নর্দার্ন জুট গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৭৫ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫৭ হাজার ৪০০ টাকা।
শেয়ারবার্তা/ সাইফুল