1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৩০০ ঋণখেলাপির কাছেই ৫০ হাজার কোটি টাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

৩০০ ঋণখেলাপির কাছেই ৫০ হাজার কোটি টাকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর পাওনা ৫০ হাজার কোটি টাকার বেশি। এসব প্রতিষ্ঠানের অনেকেই আবার একই গ্রুপভুক্ত। ব্যক্তি ও পরিবারের মালিকানা বিবেচনা করলে সংখ্যায় আরও কম হবে। জাতীয় সংসদে সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৮ হাজার ২৩৮ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

ঋণখেলাপির তালিকায় আলোচিত হলমার্ক, বিসমিল্লাহ, ক্রিসেন্ট, এননটেক্স, এসএ গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গত নভেম্বরভিত্তিক সিআইবি ডাটাবেজ অনুযায়ী এসব কোম্পানির খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ৩০০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ৫০ হাজার ৫৫৭ কোটি টাকা। প্রথম ১০০ খেলাপি প্রতিষ্ঠানে রয়েছে ৩১ হাজার ৯৫৪ কোটি টাকা। দ্বিতীয় শীর্ষ ১০০ খেলাপি প্রতিষ্ঠানের কাছে রয়েছে ১১ হাজার ১১৪ কোটি টাকা। তৃতীয় শীর্ষ ১০০ খেলাপি প্রতিষ্ঠানে রয়েছে ৭ হাজার ৪৮৮ কোটি টাকা।

ঋণখেলাপির শীর্ষ অবস্থান করছে ক্রিসেন্ট গ্রুপ। ভুয়া রপ্তানিসহ নানা উপায়ে জনতা ব্যাংক থেকে টাকা বের করে নেওয়া এ গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের খেলাপি ঋণ এখন চার হাজার ৮৮৯ কোটি টাকা। এর মধ্যে প্রথমে রয়েছে রিমেক্স ফুটওয়্যার। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ এক হাজার ৭০৮ কোটি টাকা। ক্রিসেন্ট লেদার প্রোডাক্টের কাছে পাওনা এক হাজার ২৯৬ কোটি টাকা। একই গ্রুপের রূপালী কম্পোজিটে এক হাজার ২৩৯ কোটি, লেক্সকো লিমিটেড ৫১৪ কোটি এবং ক্রিসেন্ট ট্যানারিজের কাছে রয়েছে ২৩১ কোটি টাকা। রপ্তানির আড়ালে অর্থ পাচারের ঘটনায় শুল্ক্ক গোয়েন্দা অধিদপ্তরের মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এমএ কাদের এখন জেলে।

ঋণখেলাপির গ্রুপ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংকের গ্রাহক এননটেক্স। ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত গ্রুপটির ২২টি প্রতিষ্ঠানের কাছে জনতা ব্যাংকের পাওনা রয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা। তবে সংসদে প্রকাশিত তালিকায় এর ২১টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ দেখানো হয়েছে তিন হাজার ৬৭০ কোটি টাকা। তালিকার প্রথম দিকে থাকা চট্টগ্রামের এসএ গ্রুপের মালিকানাধীন ৬ প্রতিষ্ঠানের খেলাপি দেখানো হয়েছে ২ হাজার ১৪৭ কোটি টাকা। বিভিন্ন ব্যাংকের মামলার পরিপ্রেক্ষিতে এস এ গ্রুপের কর্ণধার মো. শাহাবুদ্দিন আলমকে ২০১৮ সালের অক্টোবরে গ্রেপ্তার করে পুলিশ।

ঋণখেলাপির তালিকায় চার নম্বরে থাকা প্রতিষ্ঠান রাইজিং স্টিলের খেলাপি ঋণ ৯৮৫ কোটি টাকা। ২০১৫ সালে এ প্রতিষ্ঠানকে পুনর্গঠন সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। শীর্ষ খেলাপির তালিকার ৫ নম্বরে থাকা মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্সের খেলাপি ৯৭৩ কোটি টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমকে গত নভেম্বর মাসে গ্রেপ্তার করে পুলিশ। তালিকায় রয়েছে আসবাব খাতের একসময়কার সেরা ব্র্যান্ড অটবির মালিকানাধীন কোয়ান্টাম পাওয়ার সিস্টেম ও অটবি লিমিটেড। তাদের খেলাপি ঋণের পরিমাণ ৯২৮ কোটি টাকা।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ