ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ রবিবার (২৬ জানুয়ারি) ব্লক মার্কেটে ৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিগুলোর ১৯ লাখ ৩৩ হাজার ৪৩১টি শেয়ার ৩১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকার স্ট্যান্ডার্ড সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।
এছাড়া ব্যাংক এশিয়ার ১ কোটি ৬১ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৭৩ লাখ টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ৩৭ লাখ ৪১ হাজার টাকার, নর্দার্ণ জুটের ১৫ লাখ ৬২ হাজার টাকার এবং ন্যাশনাল টিউবসের ৬৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল