পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড নামে সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে ইবনে সিনা ফার্মা। সহযোগী এই প্রতিষ্ঠানটি প্লাস্টিক ও পলিমার এবং পেট বোতল উৎপাদন ও বাজারজাত করবে।
ইবনে সিনা পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এবং ইবনে সিনা ট্রাস্ট যৌথভাবে বিনিয়োগ করবে।
নিয়ন্ত্রক সংস্থা সমূহের অনুমোদনের পর চাকপাড়া, মাওনা, শ্রীপুর, গাজীপুরে এই প্রতিষ্ঠানটিস্থাপন করা হবে।
শেয়ারবার্তা/ সাইফুল