পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- কাট্টালি টেক্সটাইল ও ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
প্রাপ্ত তথ্যমতে, কাট্টালি টেক্সটাইলের লভ্যাংশের বোনাস শেয়ার গত ১২ জানুয়ারি বিনিয়োগকারীদেরে বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটির নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।
অন্যদিকে ইন্দো-বাংলা ফার্মার বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে। আর নগদ লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কাট্টালি টেক্সটাইল ১২ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ নগদ। ইন্দো-বাংলা ফার্মা ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ নগদ।
শেয়ারবার্তা/ সাইফুল