1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
টিভিএস মোটর বাইক সংযোজন করছে এটলাস
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

টিভিএস মোটর বাইক সংযোজন করছে এটলাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

টিভিএস মোটরসাইকেল সংযোজনের মাধ্যমে নতুন উদ্যোমে কাজ শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড।

গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশের আধুনিক সংযোজন প্লান্টে তৈরি হবে টিভিএসের মোটর বাইক ।

মঙ্গলবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ প্লান্ট উদ্বোধন করেন।

২০১৮ সালে এটলাস এবং টিভিএস অটোর মধ্যে চুক্তি অনুযায়ী তিন কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে এ নতুন সংযোজন প্লান্ট স্থাপন করা হয়।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান এটলাস সাধারণত সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় মোটর বাইক সরবরাহ করে। এর আগে বাংলাদেশে হোন্ডা, হিরো হোন্ডা ও চীনের জংসেন ব্র্যান্ডের মোটর বাইক সংযোজন ও বাজারজাত করেছিল এটলাস।

এটলাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম বলেন, এটলাসের আধুনিক প্লান্টে টিভিএস ব্র্যান্ডের দৈনিক ২০০ মোটর বাইক সংযোজনের সক্ষমতা রয়েছে। এটলাসের নিজস্ব বাজার চাহিদা পূরণের পাশাপাশি বছরে প্রায় ২০ থেকে ২৫ হাজার বাইক টিভিএস অটোর মাধ্যমে বিপণন করতে পারবে এটলাস।
বিনিময়ে টিভিএস অটো প্রতিটি বাইক সংযোজন চার্জ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এটলাসকে দেবে।

এটলাসের প্রকৌশলী খন্দকার জহিরুল হক বলেন, সম্প্রতি একটি এয়ার ফিল্টার তৈরির প্লান্ট চালু করেছে এটলাস। টিভিএসের চাহিদা অনুযায়ী তাদের কারখানায় বেশ কিছু আধুনিক সুবিধা স্থাপন করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ জনবল।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ