1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেপ্তার
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫১ পিএম

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশের সহায়তা নেওয়া হয়। তার বিরুদ্ধে প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা তার বৈধ আয়। বাকি ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ।

এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে, যা ২০২৩ সাল থেকে চলমান একটি তদন্তের অংশ। এ অভিযোগে তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের পর, বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার সময় তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ