1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পাঁচ কোম্পানির শেয়ার পেতে মরিয়া বিনিয়োগকারীরা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ এএম

পাঁচ কোম্পানির শেয়ার পেতে মরিয়া বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

টানা তিন কর্মদিবস পতনের পর আজ সোমবার উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে সাড়ে ৩৩ পয়েন্টের বেশি। আর লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ১০১টির এবং পরিবর্তন হয়নি ৭৪টির।

ডিএসইতে আজ ৫ কোম্পানির শেয়ার কিনতে মরিয়া ছিল বিনিয়োগকারীরা। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের শেষভাবে বিক্রেতাশুন্য হয়ে পড়ে। কোম্পানিগুলো হলো- আইএসএন, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেম, বিকন ফার্মা ও সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ। এরমধ্যে লেনদেনের শেষ পর্যায়ে বিকন ফার্মার কিছু বিক্রেতা দেখা গেলেও বাকি চার শেয়ারের কোন বিক্রেতা দেখা যায়নি।

কোম্পানিগুলোর মধ্যে আজ আইএসএনের শেয়ার দাম বেড়েছে ৩ টাকা ৮০ পয়াসা বা ৯.৯৫ শতাংশ, খান ব্রাদার্সের ১৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৩ শতাংশ, অগ্নি সিস্টেমের ২ টাকা ২০ পয়সা বা ৯.৪৮ শতাংশ, বিকন ফার্মার ১১ টাকা ৭০ পয়সা ও সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ