1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২৬ কোটি …
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৩১ এএম

শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২৬ কোটি …

  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির দায়ে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে মোট ১২৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির ৯৩৫তম কমিশন সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভাশেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির শেয়ার লেনদেনে কারসাজির জন্য সমীর সেকান্দারকে ৩২ কোটি ২৫ লাখ, মাহের সেকান্দারকে ৫২ লাখ, আবু সাদাত মো. সায়েমকে ২১ কোটি ৯০ লাখ, আব্দুল মবিন মোল্লাকে ৯ লাখ এবং তাজবীদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল মবিন মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, আফরা চৌধুরীকে ৩৫ লাখ এবং আনিকা ফারহিনকে ৭ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করার জন্য মো. আমিনুল ইসলামকে ৩ কোটি ২০ লাখ, নাবিল ফিড মিলসকে ১০ লাখ এবং নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে রিসানা করিমকে ৬ কোটি, সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ, নুরুন্নাহার করিমকে ১০ লাখ, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালসকে ২ কোটি ৪৬ লাখ, বিকন মেডিকেয়ারকে ৫ কোটি ৫০ লাখ এবং মো. এখলাছুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ