1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত: গভর্ণর
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৩ এএম

নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত: গভর্ণর

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, নগদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘তাদের ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স প্রক্রিয়া পুনরায় রিভিউ করা হবে। রিভিউ অনুযায়ী যদি তারা যোগ্য হয়, তাহলে পুনরায় তারা লাইসেন্স পাবে,’বলেন তিনি।

তিনি বলেন, ‘নগদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর পরিষেবা ধ্বংস করা আমাদের উদ্দেশ্য নয়, এটাকে আরও শক্তিশালী করব।’

আগেরদিন বুধবার নগদ-এর প্রশাসক হিসেবে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

গভর্নর বলেন, ‘যেহেতু নগদ প্রচার করত তারা ডাক বিভাগের প্রতিষ্ঠান, সেজন্য আমরা এই প্রতিষ্ঠানকে ডাক বিভাগের অধীনে নিয়েছি ।’

তিনিবলেন, ‘আমরা এই প্রতিষ্ঠানের জন্য বিকাশ -এর মতো শক্তিশালী কাঠামো তৈরি করতে কাজ করব।’

নগদের অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে নীরিক্ষা করা হবে বলেও জানান আহসান এইচ মনসুর।

গত ০৩ জুন বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ