1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডেটা সেন্টার নিয়ে নতুন পরিকল্পনা ডিএসইর
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২২ পিএম

ডেটা সেন্টার নিয়ে নতুন পরিকল্পনা ডিএসইর

  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিকুঞ্জের ডিএসই টাওয়ারে অবস্থিত আন্তর্জাতিক মানের ডেটা সেন্টারের অব্যবহৃত জায়গা ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছে।

সোমবার (০৩ জুন) সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডাটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে ডিএসইর চেয়ারমান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু একথা জানান।

ডিএসইর চেয়ারমান বলেন, ডিএসই ১০৬ র‍্যাক বিশিষ্ট আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। তবে ডেটা সেন্টারের এখনো কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাকি রয়েছে। কাজগুলো দ্রুত সম্পন্ন করে একটি সুনির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা রয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন- ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ নিকুঞ্জের ডিএসই টাওয়ারে আন্তর্জাতিকমানের স্টেট অব দা আর্ট নতুন ডেটা সেন্টার স্থাপন করেছে। ডেটা সেন্টার চালুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।

এবার সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড ডেল্টা নামের একটি প্রতিষ্ঠানের জন্য ডিএসই ডাটা সেন্টার স্পেস ভাড়া দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ