পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, জাহিন স্পিনিং ও লিগ্যাসি ফুটওয়্যারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে কোম্পানি ৩টি পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এ থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
জাহিন স্পিনিং ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে এ থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
লিগ্যাসি ফুটওয়্যার ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়ে এ থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল