পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল ও অলিম্পিক অ্যাক্সেসরিজের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলহাজ্ব টেক্সটাইল
আলহাজ্ব টেক্সটাইলের এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৬ মাসের বেশি সময় উৎপাদন বন্ধ থাকায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে।
অলিম্পিক অ্যাক্সেসরিজ
অন্যদিকে অলিম্পিক অ্যাক্সেসরিজ ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানি দুইটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
শেয়ারবারতা/ সাইফুল