পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স এর লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। কোম্পানিটি এবছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল টাওয়ারে অনুষ্ঠিত কোম্পানির ২২ তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শাহানা খান, পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন, সাহিমা খান, স্বতন্ত্র পরিচালক গোলাম মনোয়ার কামাল, কোম্পানি সেক্রেটারি মনির হোসাইন এবং সিএফও জহির উদ্দিন প্রমুখ।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৮৪ পয়সা। তবে এক বছর আগেকার প্রতিটি শেয়ারের মূল্য ১৩ টাকা ৫৮ পয়সা।
ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড নিজস্ব ব্র্যান্ডের মোবাইল বন্ধ করে একটি ই-কমার্স সাইট চালু করেছে এবং খুবই ভালো করবে বলে আশা প্রকাশ করেন ড্যাফোডিল কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মোঃ সবুর খান।
মোবাইল বাজারজাতকরণ থেকে ফিরে আসার ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, ইতিমধ্যে ওয়ার্ল্ডের নামিদামি কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে নোকিয়া এইচটিসির মতো ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা যদি মোবাইল বাজারজাতকরণ নিয়ে অগ্রসর হই তাহলে পরিসংখ্যান করে দেখা গেল আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। সেজন্য আমরা মোবাইল বাজারজাতকরণ বন্ধ করে ই-কমার্স এর দিকে এগিয়ে যাচ্ছি। ই-কমার্স ভালো করবে বলে আমি আশা করি।
শেয়ারবার্তা/ সাইফুল