বহির্বিশ্বে উৎপাদিত পণ্য রপ্তানি এবং দেশে বাজার সম্প্রসারণের বড় উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড। এই লক্ষ্যে পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং বহুমুখীকরণের ব্যবস্থা গ্রহণ করেছে কোম্পানিটি। এই সংক্রান্ত যাবতীয় ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের অবহিত করতে বার্ষিক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরেছেন কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান।
সদ্য সমাপ্ত ২০১৮-১৯ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদনে (Annual Report 2018-19) ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দেশে-বিদেশে কোম্পানিটির বিক্রয় বৃদ্ধি, পণ্য বহুমুখীকরণ এবং উৎপাদন সম্প্রসারণ করার কর্মকান্ড ও পরিকল্পনা শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন। কোম্পানিটির ভবিষ্যত পরিকল্পনা নিম্নরূপ:
ক. সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান যেমন-শিল্প বিল্ডিং/শিপ রিপিয়ার, প্রসেস ইন্ডাষ্ট্রিজ ইত্যাদি কোম্পানিতে বিক্রয় বাড়ানোর জন্য বিপনন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, বিভিন্ন মেগা প্রজেক্ট যেমন: মেট্রোরেল, BRT, IDCOL-এ street lamp pole সহ অন্যান্য প্রকল্পে কোম্পানিটি তালিকাভুক্ত হয়েছে।
খ. প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হিসাবে স্টীল স্ট্রাকচারের মাধ্যমে বিল বোর্ড ও সেড নির্মাণের কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২টি বিলবোর্ড ও সেড নির্মাণ করা হয়েছে এবং ১টির নির্মাণ কাজ চলমান রয়েছে। আরো ৩টি বিল বোর্ড ও সেড নির্মাণের জন্য দর প্রদান করা হয়েছে।
গ. পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের ৮ নং মিলের পূর্ব পার্শ্বে ম্যানুয়াল সিস্টেম গ্যালভানাইজিং প্ল্যান্ট চালু করা হয়েছে।
ঘ. উৎপাদিত এপিআই, জিআই ও এমএস পাইপ বিক্রী বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে নতুন ডিলার নিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া, উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন স্থানে মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ এবং বিজ্ঞাপন ও প্রচারণা বৃদ্ধি করা হয়েছে।
ঙ. বহির্বিশ্বে পাইপ রপ্তারি লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশ যেমন-তুরস্ক, ঘানা, রাশিয়া ও আমেরিকার ক্রেতাদের সাথে পাইপ রপ্তানির বিষয়ে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। উল্লেখিত দেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পাইপ রপ্তানির পরিকল্পনা করা হচ্ছে।
চ. উৎপাদিত পণ্যের বিক্রী বৃদ্ধির লক্ষ্যে দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে শো-রুম স্থাপন করা হবে। ইতোমধ্যে রাজশাহী ও মংমনসিংহে ২টি শো-রুম চালু করা হয়েছে।
ছ. প্রোডাক্ট লাইনে ASTM পাইপ অন্তর্ভূক্তির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অচিরেই কোম্পানিতে ASTM পাইপ উৎপাদন শুরু করা হবে।
জ. উৎপাদন ব্যয় কমানোর জন্য স্লিটিং মেশিন ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
ঝ. নিরবিচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে কাঁচামালের প্রাপ্তির লক্ষ্যে ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। খুব শীঘ্রই আন্তর্জাতিক মানসম্পন্ন স্ট্রিপস উৎপাদনকারী বিদেশি প্রতিষ্ঠানের সাথে ফ্রেম ওয়ার্ক চুক্তি সম্পাদন করা হবে।
ঞ. কোম্পানির ৮ নং মিলের মেশিনারিজ মেরামত এবং আধুনিকায়নের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ট. আরো অত্যাধুনিক এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট পাইপ ইন্ডাষ্ট্রিজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ঠ. GI ও MS পাইপ উৎপাদনের জন্য সহজলভ্য ও মাণসম্মত কাঁচামাল ক্রয়ের সুবিধার্থে BSTI এ যোগাযোগপূর্বক স্পেসিফিকেশন হালনাগাদ করা হয়েছে।
উপরোক্ত কর্মকান্ড পরিচালনার ফলে অদূর ভবিষ্যতে ন্যাশনাল টিউবস আবারো পূর্বের গৌরবময় অবস্থায় প্রত্যাবর্তনে সক্ষম হবে বলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করেছে।
শেয়ারবার্তা / আনিস