1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ন্যাশনাল টিতে আবেদন স্থগিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ এএম

ন্যাশনাল টিতে আবেদন স্থগিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
National-Tea

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির মূলধন বৃদ্ধির জন্য শেয়ার আবেদন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এই আবেদন স্থগিত করা হয়েছে

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ন্যাশনাল টি উচ্চ আদালত থেকে কোনো নির্দেশনা না পাওয়া পরযন্ত আবেদন স্থগিত থাকবে।

জানা গেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি) পরিশোধিত মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করা হবে। বিএসইসি কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমতি দিয়েছে।

নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানিটি প্রিমিয়াম নেবে ১০৯ টাকা ৫৩ পয়সা। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ার ইস্যু মূল্য দাঁড়াবে ১১৯ টাকা ৫৩ পয়সা।

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে এই শেয়ার অফার করা হবে। আর এর মাধ্যমে সংগ্রহ করা হবে ২৭৯ কোটি ৭০ লাখ টাকা।

চা বাগান ও ফ্যাক্টরির উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে এই অর্থ ব্যবহার করা হবে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ