1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
১৬ কোম্পানিতে উল্লেখযোগ্যহারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩০ পিএম

১৬ কোম্পানিতে উল্লেখযোগ্যহারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

আগের দু’মাসের ধারাবাহিকতায় নভেম্বর মাসেও তালিকাভুক্ত ১৬২ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এর মধ্যে ১৬ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত। অন্যদিকে, নভেম্বর মাসে ৯৭ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগক কমেছে।

নভেম্বর পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রকাশিত ৩১৯ কোম্পানির মধ্যে ৩১৩টির শেয়ার ধারণের হার পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে। ৬ কোম্পানি এখনও শেয়ার ধারণের হার প্রকাশ করেনি, সেগুলো হলো- বিডি ওয়েল্ডিং, অ্যাপোলো ইস্পাত, ন্যাশনাল টিউবস, সিএনএটেক্স, তুংহাই নিটিং ও বিডি সার্ভিসেস।

পর্যালোচনায় আরও দেখা গেছে, শুধু শেয়ার ধারণের হারের দিক থেকে নয়, টাকার অঙ্কেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়েছে। এ বিষয়ে প্রকৃত তথ্য না মিললেও গড় বাজারদর বিবেচনায় নিলে বিভিন্ন প্রতিষ্ঠান নভেম্বরে যেসব শেয়ার কিনেছে তার মোট বাজারমূল্য ছিল অন্তত ৪৭০ কোটি টাকা। অন্যদিকে যেসব শেয়ার বিক্রি করে, সেগুলোর বাজারমূল্য ছিল ৩১৬ কোটি টাকা। এ হিসাবে নভেম্বরে নিট প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে প্রায় দেড়শ’ কোটি টাকা। গত সেপ্টেম্বর ও অক্টোবরেও একই ধারা দেখা গিয়েছিল। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির ইতিবাচক প্রভাব নেই বাজারে।

গত নভেম্বরে সর্বাধিক ৯ দশমিক ১২ শতাংশ শেয়ার বেড়েছে কাট্টলী টেক্সটাইলে। টাকার অঙ্কে নিট সর্বাধিক বিনিয়োগ হয়েছে গ্রামীণফোনে, যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা। এ সময়ে এশিয়া ইন্স্যুরেন্স থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে সবচেয়ে বেশি, যার পরিমাণ বীমা কোম্পানিটির মোট শেয়ারের ৭ দশমিক ৩৩ শতাংশ। টাকার অঙ্কে সর্বাধিক নিট প্রায় ৫১ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাহার হয়েছে রেনেটা থেকে।

যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে : কোম্পানিগুলোর নিজ নিজ মোট শেয়ার বিবেচনায় সর্বাধিক ৯ দশমিক ১২ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বেড়েছে কাট্টলী টেক্সটাইলে। গত অক্টোবর শেষে এ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল মোটের ১১ দশমিক ২১ শতাংশ, যা নভেম্বর শেষে ২০ দশমিক ৩৩ শতাংশে উন্নীত হয়েছে। টাকার অঙ্কে যার বাজারমূল্য ছিল প্রায় ১২ কোটি টাকা। এ শেয়ার এসেছে সাধারণ বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট থেকে। কিন্তু এতটা শেয়ার বৃদ্ধির পরও গত অক্টোবরের তুলনায় নভেম্বরে এ কোম্পানির শেয়ারদরে কোনো পরিবর্তন দেখা যায়নি।

কাট্টলী টেক্সটাইলের পর সর্বাধিক ৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার বেড়ে ১৫ দশমিক ০৫ শতাংশে উন্নীত হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে। এর বাজারমূল্য ছিল প্রায় ছয় কোটি টাকা। গত অক্টোবর শেষেও এ হার ছিল ৭ দশমিক ১০ শতাংশ। নভেম্বরে বীমা কোম্পানিটির শেয়ার ১৫ শতাংশ বেড়ে ২৬ টাকা ছাড়িয়েছিল।

তৃতীয় অবস্থানে থাকা ফরচুন সুজে প্রাতিষ্ঠানিক শেয়ার মোটের ৫ দশমিক ৯২ শতাংশ বেড়ে ২৩ দশমিক ১০ শতাংশে, সেন্ট্রাল ফার্মায় ৫ দশমিক ৮০ শতাংশ বেড়ে ২১ দশমিক ৯৮ শতাংশে, পঞ্চম অবস্থানে থাকা ন্যাশনাল ফিড মিলে ৪ দশমিক ২১ শতাংশ বেড়ে ২৩ দশমিক ৮৫ শতাংশে উন্নীত হয়েছে। এর মধ্যে ফরচুন সুজের ৫ শতাংশ দর কমলেও সেন্ট্রাল ফার্মা ও ন্যাশনাল ফিডের দর যথাক্রমে ২৮ শতাংশ ও ৪০ শতাংশ বেড়েছে।

এ ছাড়া সংশ্নিষ্ট মোট শেয়ার বিবেচনায় ৩ শতাংশের ওপর প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে সিটি জেনারেল ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে। ২ থেকে প্রায় ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে জনতা ইন্স্যুরেন্স, নিউ লাইন ক্লোথিংস, সি পার্ল রিসোর্ট, ড্রাগন সোয়েটার, রিপাবলিক ইন্স্যুরেন্স, অ্যাকটিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, আল-হাজ্ব টেক্সটাইল ও আলিফ ম্যানুফ্যাকচারিংয়ে।

তবে টাকার অঙ্কে সর্বাধিক প্রায় ৪৭ কোটি টাকার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে গ্রামীণফোনে। গত নভেম্বরে বিদেশিদের বিক্রি করা ১৪ লাখ ৮৫ হাজার শেয়ার কিনেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এতে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারণ করা শেয়ারের হার শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ৪ দশমিক ০১ শতাংশে উন্নীত হয়েছে।

টাকার অঙ্কে এরপরের বড় বিনিয়োগ হয়েছে ফরচুন সুজে ২১ কোটি টাকা, সামিট পাওয়ারে ১৬ কোটি টাকা, স্কয়ার ফার্মায় ১৩ কোটি টাকা, লংকাবাংলা ফাইন্যান্সে পৌনে ১৩ কোটি টাকা, সিলকো ফার্মায় ১২ কোটি টাকা ও কাট্টলী টেক্সটাইলে ১২ কোটি টাকা। ১০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে ইউনাইটেড পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো ফার্মা, লাফার্জ-হোলসিম সিমেন্ট ও ন্যাশনাল ব্যাংকে।

যেসব কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে : এশিয়া ইন্স্যুরেন্স থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে সবচেয়ে বেশি, যার পরিমাণ বীমা কোম্পানিটির মোট শেয়ারের ৭ দশমিক ৩৩ শতাংশ। গত অক্টোবর শেষে কোম্পানিটিতে তাদের শেয়ার ছিল মোটের ২৩ শতাংশ, যা নভেম্বর শেষে নেমেছে ১৫ দশমিক ৬৭ শতাংশে। তাদের বিক্রি করা শেয়ারের পুরোটা গেছে সাধারণ বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে। প্রাতিষ্ঠানিক শেয়ার বিক্রির কোনো প্রভাবই শেয়ারটির দরে ছিল না। উল্টো ১৭ শতাংশ দর বেড়ে ২৮ টাকায় উঠেছিল।

শেয়ার ধারণের হার বিবেচনায় এশিয়া ইন্স্যুরেন্সের পরের অবস্থানে ছিল নিটল ইন্স্যুরেন্স। কোম্পানিটি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার মোটের ৬ দশমিক ৮৪ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ শতাংশে নেমেছে। সোনারবাংলা ইন্স্যুরেন্স থেকে সোয়া ৬ শতাংশ কমে সোয়া ১৯ শতাংশে, এইচআর টেক্সটাইল থেকে সাড়ে ৫ শতাংশ কমে সাড়ে ৭ শতাংশে এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল থেকে প্রায় ৫ শতাংশ কমে সাড়ে ২৬ শতাংশে নেমেছে।

শেয়ারবার্তা/ আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ