টানা তিন বছর লোকসান দেওয়ার পর গত অর্থবছরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন কেব্লস লিমিটেড মুনাফায় ফিরেছে।
২০২১-২২ অর্থবছরে ৮৫ লাখ টাকা মুনাফা করেছে সরকারি এই প্রতিষ্ঠান। এর আগের তিন বছরে প্রায় ৪০ কোটি টাকা লোকসান দেয় প্রতিষ্ঠানটি। শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আজ বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ১৮১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির মোট শেয়ারের ১১ দশমিক ০৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫১ শতাংশ সরকারের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৯১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩১ দশমিক ০৬ শতাংশ শেয়ার।