পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের শেষ তিন কার্যদিবসে ৩৭ শতাংশের বেশি কমেছে। মূলত এ সময়ের মধ্যে রেকর্ড ডেট-পরবর্তী প্রথম কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারদর কমে যায় প্রায় ১ হাজার ২০০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের ৩ এপ্রিল ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ারের লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট। এ রেকর্ড ডেটের আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ৩ হাজার ২০০ টাকা ২০ পয়সা। রেকর্ড ডেট-পরবর্তী প্রথম কার্যদিবস অর্থাৎ ৪ এপ্রিল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর কমে দাঁড়ায় ২ হাজার ১ টাকা ৫০ পয়সায়। আর সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ২ হাজার ৬ টাকা ২০ পয়সায়। সে হিসাবে রেকর্ড ডেট-পরবর্তী তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ হাজার ১৯৪ টাকা বা ৩৭ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়। এদিন মোট ৯ হাজার ৪৯১টি শেয়ার হাতবদল হয়েছে। আর সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির ২ হাজার ৭২২টি শেয়ার লেনদেন হয়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। এর মধ্যে ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৬ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩ এপ্রিল।
আলোচ্য হিসাব বছরে বহুজাতিক কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৬ টাকা ৮৪ পয়সা বা ৩৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৬০ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১২২ টাকা ৮৮ পয়সায়।