পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনেটার লিমিটেডের সঙ্গে কোম্পানিটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রেনেটা অনকোলজি লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন। গত ১ ডিসেম্বর আদালত কোম্পানিটির একীভূতকরণ অনুমোদন করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, নেট সম্পদ মূল্যের ভিত্তিতে রেনেটার সঙ্গে রেনেটা অনকোলজি মার্জ হবে। এক্ষেত্রে রেনেটার কাছে স্থানান্তর করা হবে রেনেটা অনকোলজি। রেনেটা অনকোলজির প্রতিটির শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ০.০২টি শেয়ার পাবে রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা। অর্থাৎ রেনেটা অনকোলজির শেয়ারহোল্ডাররা প্রতি ১০০ শেয়ারের বিপরীতে রেনেটা লিমিটেডের ২টি শেয়ার প্রাপ্ত হবে।
একীভূতকরণ কার্যক্রম বাস্তবায়নে আদালতের অনুমোদন পাওয়ার পর আগামী ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় কোম্পানির রেজিষ্টার্ড অফিস, মিরপুর, ঢাকায় পাওনাদারদের সঙ্গে মিটিং অনুষ্ঠিত হবে। একই দিনে সাড়ে ১১টায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম