পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইল মিলস ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা ক্লাবের স্যামসন হলে স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেডের ২৪ তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেডের ভাইস চেয়ারম্যান রতনা পাতরারের সভাপতিত্বে এজিএম পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর সামিউল এস চৌধুরী, ডিরেক্টর আনজান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাহিদ চৌধুরী , ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এস এম রেজাউর রহমান এবং কোম্পানি সেক্রেটারী সাঞ্জিত বরণ রায় প্রমুখ।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় কোম্পানির ২০১৮-২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ২০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৮ পয়সা। এনএভি হয়েছে ৩৮ টাকা ২ পয়সা
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম