পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়েছে পাঁচ গুণ। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এক্সিম ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় বেড়েছে ২০ পয়সা বা পাঁচ গুণ।