পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) বোর্ড সভা আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে।
তথ্যমতে, এর আগে গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। এর আগে এ হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি, যা এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। সব মিলিয়ে ২০২১ হিসাব বছরের জন্য ২৭৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে তারা।
উল্লেখ্য, তামাক খাতের কোম্পানিটির সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ১৬ পয়সা।