পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের কারখানা চলতি বছরের অক্টোবর মাস থেকে বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে কারখানা বন্ধ রয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
কোম্পানিটি আশা করছে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে আবার কারখানা চালু হবে।
প্রসঙ্গত, বছরের প্রথম প্রান্তিকে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬১ পয়সা।
শেয়ারবার্তা / হামিদ